Sunday, November 28, 2010

“যার মধ্যে চারটি অভ্যাস বিদ্যমান সে খাঁটি মোনাফেক"

পরম করূণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু।

সকল প্রশংসা জগত সমূহের প্রতিপালক আল্লাহতায়ালার।


আব্দুল্লাহ্ বিন আমর বিন 'আস (রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: "যার মধ্যে চারটি অভ্যাস বিদ্যমান সে খাঁটি মোনাফেক। আর যার মধ্যে এগুলোর একটি অভ্যাস থাকে, তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মোনাফেকীর একটি স্বভাব থাকে। 

(১) তার কাছে আমানত রাখা হলে সে তার খেয়ানত করে 

(২) কথা বললে মিথ্যা বলে

(৩) চুক্তি করলে বিশ্বাসঘাতকতা করে এবং

(৪) ঝগড়া করলে অশ্লীল ভাষায় গালাগালি করে।

-"বুখারী: ৩৪,মুসলিম: ৫৮



আপনার ফেইসবুকে বাংলায় হাদীস পেতে হলে;



--
You received this message because you are subscribed to the Google Groups "PhysicsGalleryAdda" group.
To post to this group, send email to physicsgalleryadda@googlegroups.com.
To unsubscribe from this group, send email to physicsgalleryadda+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/physicsgalleryadda?hl=en.

No comments:

Post a Comment